ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নতুন আরও এক কারখানার পরিবেশবান্ধব স্বীকৃতি

প্রকাশিত: ১১:৫৫, ৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:৫৭, ৩ নভেম্বর ২০২৪

নতুন আরও এক কারখানার পরিবেশবান্ধব স্বীকৃতি

দেশের নতুন আরও একটি কারখানা পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই কারখানার নাম কটন ফিল্ড বিডি লিমিটেড।

কারখানাটি লিডের প্লাটিনাম সনদ পেয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)

বর্তমানে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ২৩০। এর মধ্যে প্লাটিনাম সনদ পাওয়া কারখানা ৯১; গোল্ড সদন পাওয়া কারখানা ১২৪; সিলভার সদনপ্রাপ্ত কারখানা ১০ এবং সার্টিফায়েড সদনপ্রাপ্ত কারখানা ৪টি।

২০২৪ সালে নিয়ে মোট ২৪টি কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পায়। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিডের স্বীকৃতি পায়।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) কারখানাটিকে পরিবেশবান্ধব সনদটি প্রদান করেছে।

তানজিলা

সম্পর্কিত বিষয়:

×