নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছেন আবেদনকারীরা।
শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চাকরির আবেদনকারীরা পুলিশ লাইন্সের সামনের রাস্তায় অবরোধের চেষ্টা করলে পুলিশ সুপার মারুফাত হুসাইনের নেতৃত্বে পুলিশ তাদের সরিয়ে দেয়।
বাদপড়া প্রার্থীদের অভিযোগ, দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, অনিয়মের অভিযোগ সঠিক না। অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নেয়া হয়নি। বাদ পড়ারা রাস্তায় অবস্থান নিলে তাদের সরিয়ে দেয়া হয়েছে। পরে নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকে বলে জানান পুলিশ সুপার।
নাটোর জেলার ৫০ জন আবেদনকারীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। এজন্য কয়েক হাজার আবেদন পড়েছে। শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন ছিলো।
রাজু