ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

টেকনাফের পাহাড়ে আবারও অপহৃত রোহিঙ্গাসহ ৯ কৃষক

প্রকাশিত: ০২:৩৯, ৩ নভেম্বর ২০২৪

টেকনাফের পাহাড়ে আবারও অপহৃত রোহিঙ্গাসহ ৯ কৃষক

কক্সবাজারের টেকনাফে আবারও রোহিঙ্গাসহ নয় কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন: একই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী বলেন, ‘স্থানীয় সাত কৃষককে অপহরণ করা হয়েছে বলে শুনলাম, পাহাড়ের পাদদেশে ক্ষেত খামারে কাজ করার সময় তাদের অপহরণকারীরা ধরে নিয়ে যান, আমি টেকনাফ মডেল থানা পুলিশে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে আমাকে জানিয়েছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে।’

রাজু

×