ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

লাইটারেজ জাহাজ কাল থেকে চলবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০১:১২, ৩ নভেম্বর ২০২৪

লাইটারেজ জাহাজ কাল থেকে চলবে

লাইটারেজ জাহাজ কাল থেকে চলবে

আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (ডব্লিউটিসি) মাধ্যমে সিরিয়াল অনুযায়ী লাইটারেজ জাহাজ চলাচল করবে। শুরুতে বেশ গ্রহণযোগ্য থাকলেও পরবর্তীতে নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং জাহাজ মালিকদের অভ্যন্তরীণ বিরোধে গত বছর ডিসেম্বরে ভেঙে যায় ডব্লিউটিসি।
জাহাজ মালিকদের একাংশ ডব্লিউটিসির কারণে দুর্নীতির অভিযোগ তুলে নতুন করে গঠন করে আইভোয়াক নামের একটি প্লাটফর্ম। সেখান থেকে আমদানিকারকদের জাহাজ বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়। কিন্তু এই কার্যক্রমও এক সময় স্থবির হয়ে পড়ে। দেশব্যাপী পণ্য সরবরাহ নেটওয়ার্ক ভেঙে পড়লে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজ মালিকদের তিন সংগঠন ঐকমত্যে পৌঁছে শুক্রবার। সেদিন নগরীর একটি হোটেলে জাহাজ মালিকদের তিন সংগঠনের মধ্যে চুক্তি হয়। সিদ্ধান্ত হয়, আগামীকাল সোমবার থেকে সিরিয়াল প্রথার মাধ্যমে লাইটারেজ জাহাজ চলাচল শুরু হবে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে বছরে কোটি কোটি টন পণ্য লাইটারেজ জাহাজে খালাস করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। বেসরকারি মালিকানাধীন প্রায় ১৮শ’ লাইটারেজ জাহাজ এ কাজে যুক্ত। এসব জাহাজ চলাচল এবং পণ্য পরিবহনে ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) দীর্ঘদিন নিয়ন্ত্রণ করে আসছিল।

লাইটারেজ জাহাজ মালিকদের তিন সংগঠন বাংলাদেশ কার্গো  ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভোয়া), কোস্টাল  ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (কোয়াব) এবং ইনল্যান্ড  ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাং (আইভোয়াক) এর সমন্বয়েই ডব্লিউটিসি গঠন করা হয়। ডব্লিউটিসির সিরিয়াল অনুসারে আমদানিকারকরা জাহাজ ভাড়া নিয়ে পণ্য পরিবহন করত। কিন্তু গত বছর থেকে নানা অনিয়ম এবং অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে এটি।

গত বছরের ডিসেম্বর মাসে জাহাজ মালিকদের অভ্যন্তরীণ বিরোধ, বিপুল অঙ্কের টাকা আটকে থাকাসহ নানা অভিযোগ এবং পাল্টা অভিযোগের মুখে ভেঙে যায় ডব্লিউটিসি। জাহাজ মালিকদের একাংশ ডব্লিউটিসির কারণে দুর্নীতি বাড়ছে অভিযোগ তুলে নতুন করে গঠন করে আইভোয়াক নামের পৃথক সংগঠন। যেখান থেকে আমদানিকারকদের জাহাজ বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়। কিন্তু এই কার্যক্রমও সফল হয়নি।
সর্বশেষ এসবের মাধ্যমে অভ্যন্তরীণ নৌপরিবহন রুটে দেখা যায় বিশৃঙ্খলা। পরে জাহাজ মালিকদের আবেদনের প্রেক্ষিতে নৌপরিবহন অধিদপ্তর একটি নীতিমালা প্রণয়ন করে প্রজ্ঞাপন জারি করে। এতেও কয়েকটি জাহাজ মালিক সংগঠন বাদসাধে। এর মধ্যে গত শুক্রবার নগরীর একটি হোটেলে তিন জাহাজ মালিক সংগঠন মিলে চুক্তি করে আগের নিয়মে চলবে লাইটারেজ জাহাজ।

×