ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

রাজশাহীতে চালু হলো হার্ট ফাউন্ডেশন হাসপাতাল

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ০০:৫৫, ৩ নভেম্বর ২০২৪

রাজশাহীতে চালু হলো হার্ট ফাউন্ডেশন হাসপাতাল

রাজশাহীতে চালু হয়েছে ১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল

রাজশাহীতে চালু হয়েছে ১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ঢাকার বাইরে হৃদরোগের চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে শনিবার নগরীর লক্ষ্মীপুর বাকির মোড়ে হাসপাতালটির উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তিনি বলেন, দেশে হার্টের অপারেশনের ৯৫ ভাগই হয় ঢাকায়। যেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ ভাগ মানুষের বসবাস। সরকার সবার কাছে এই চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, ন্যাশানাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সাল আলম, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান।

×