(ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে তাকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার জামিল হোসেন (২৭) পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসের চালক।
আরও পড়ুন : আ.লীগ নিয়ে যা বললেন তাজউদ্দীনকন্যা শারমিন
বুধবার রাত ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের চাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন।
তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। বৃহস্পতিবার তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনায় শুক্রবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ ১০ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে এসে জেলা বাস মালিক সমিতির নেতারা সমঝোতা বৈঠকে না বসায় ফের মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ওই দিন রাত সোয়া ৯টা থেকে দেড়টা পর্যন্ত ৫ ঘণ্টা এবং গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় জড়িত ব্যক্তিদের বিচারসহ ১০ দফা দাবি জানানো হয়েছিল। এরপর গতকাল বেলা সাড়ে ৩টায় একই দাবিতে মহাসড়কটি অবরোধ করেন তাঁরা। পরে রাত ১১টার দিকে বিভাগীয় কমিশনারের অনুরোধে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
টুম্পা