ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করায় দুটি ট্রলার সহ ৩৬ জেলে আটক

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ২৩:২০, ১ নভেম্বর ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করায় দুটি ট্রলার সহ ৩৬ জেলে আটক

নোয়াখালী হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছধরা অবস্থায় দুটি ট্রলারসহ ৩৬ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। এসময় দুটি ট্রলার থেকে ৭০ লাখ মিটার জাল ও চারশত কেজি ইলিশ জব্দ করা হয়। শুক্রবার রাতে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ স্থানীয় এতিম খানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।

কোষ্টগার্ড জানায়, মা ইলিশ রক্ষায় মাছধরা বন্ধ রাখতে কাজ করছে কোষ্টগার্ড। শুক্রবার বিকালে কোষ্টগার্ডের একটি টিম উপজেলার নিঝুমদ্বীপ এলাকায় অভিযান করে। এসময় দুটি বড় ফিসিং ট্রলারকে মাছ শিকার অবস্থায় জব্দ করা হয়। ট্রলার দুটিতে থাকা ৩৬ জেলেকে করা হয় আটক। সন্ধ্যায় ট্রলারদুটি আটক জেলেসহ কোষ্টগার্ডের তমরদ্দি ক্যাম্পে নিয়ে আসা হয়। 

রাতে পরিমাপ করে দেখা যায় দুটি ট্রলারে ৭০ লাখ মিটার জাল রয়েছে। যা পরে উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহমুদুল হাসান এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় দুটি ট্রলারে থাকা চারশত কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়। আটক জেলেদের মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এই বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মা ইলিশ রক্ষায় ২২দিনের নিষেধাজ্ঞা চলছে। ১৩ অক্টোবর থেকে ৩নভেম্বর পর্যন্ত এই ২২দিন সকল ধরনের মাছধরা বন্ধ। এই নদীতে আইন শৃংখলা বাহিনী কাজ করছে। 

রিয়াদ

×