ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ইজতেমায় এসেছেন দুই দেশের চার নারী সহ ৪০ মুসল্লি

প্রকাশিত: ২০:৪৮, ১ নভেম্বর ২০২৪

ইজতেমায় এসেছেন দুই দেশের চার নারী সহ ৪০ মুসল্লি

উত্তরাঞ্চলের নীলফামারীর দারোয়ানী মাঠে চলতে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা। আজ শুক্রবার (১ নভেম্বর) জুম্মার নামাজে অংশ নেন প্রায় দুই লাখ মুসল্লি। আঞ্চলিক ইজতেমা হলেও এখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থান হতে আগত মুসল্লিদের পাশাপাশি দুই দেশের চার নারী সহ ৪০ জন বিদেশী মেহমান মুসল্লি ইজতেমা মাঠে অবস্থান করছেন।

সংশ্লিষ্টরা বলছেন গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়েছিল। শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টার পর  আখেড়ি মোনাজাতের মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী ইজতেমার সমাপ্ত ঘটবে।  
ইজতেমার বিদেশি খিত্তায় দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার ইজতেমা শুরুর সময় থেকেই ইন্দোনেশিয়ার ৪ জন মহিলা মুসল্লি সহ ৩১ জন ও মালোশিয়ার ৯ জন মোট ৪০  জন বিদেশী মুসল্লি এতে অংশ নিয়েছেন।

নারীদের জন্য পৃথক ভাবে পর্দা লাগানো প্যান্ডেলে বিশেষ ভাবে রাখা হয়েছে। জেলা পুলিশের ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ইজতেমার বয়ান চলছে।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নীলফামারী জেলা ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে বলে জানান সদর থানার ওসি এম,আর সাঈদ। তিনি জানান, বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ র‌্যাবসহ সব বাহিনীর উপ-নিয়ন্ত্রণ ক স্থাপন করা হয়েছে।


জেলা তাবলীগ জামায়াতের আমীর ও নীলফামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম বলেন, গতকাল ফজরের নামাজের পর বয়ান পেশের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। আজ শুক্রবার ইজতেমায় প্রায় দুই লাখ মুসল্লি জুম্মার নামাজ আদায় করেছেন। আগামীকাল  শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হবে। দেশের বিভিন্ন স্থান ও দুই দেশ  থেকে এখানে বিদেশী মুসল্লিরা এসেছেন। শান্তিপূর্ণ ভাবে এটি শেষ হবে।

রিয়াদ

×