ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

মনোহরগঞ্জে ভিড় সামলাতে হিমশিম

নিজস্ব সংবাদদাতা, মনোহরগঞ্জ, কুমিল্লা

প্রকাশিত: ২০:৩৭, ১ নভেম্বর ২০২৪

মনোহরগঞ্জে ভিড় সামলাতে হিমশিম

নিজস্ব সংবাদদাতা, মনোহরগঞ্জ, কুমিল্লা থেকে জানানরেলওয়ে স্টেশনের একপাশে লাউ, কাঁচা পেঁপে, বরবটি, করলা, শসা, ঝিঙে, আলু, বেগুন, লালশাকসহ নানা রকমের সবজির পসরা সাজিয়ে বসেছেন একদল তরুণ তাদের কেউ এসব পণ্য প্যাকেট করছেন, কেউ মাপছেন, কেউ টাকা নিচ্ছেন, আবার কেউ ক্রেতার ভিড় সামলাচ্ছেন

মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া রেলওয়ে স্টেশনে সোমবার সকাল ৭টা থেকেযে দামে কেনা, সে দামে বেচাএই কার্যক্রম শুরু করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ

সরেজমিনে দেখা গেছে, সবজি কিনতে আসা ক্রেতার ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন স্বেচ্ছাসেবীরা ভিড় ঠেলেও কিছুটা কম দামে সবজি কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতা প্রতিকেজি লাউ ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, বরবটি ৪০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৪৫ টাকা, বেগুন ৫০ টাকা এবং জলপাই ৪০ টাকা, লালশাক ২৫টাকা, মারফা ৩৫ দরে বিক্রি করছেন

×