ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

মাদারীপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২০:৩৩, ১ নভেম্বর ২০২৪

মাদারীপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র  জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে

মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জনবল সংকটে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই সম্ভাবনাময় প্রতিষ্ঠানতে ৪৩ সৃষ্টপদের মধ্যে ৩৯ পদই শূন্য যে কারণে খণ্ডকালীন কিছু শিক্ষক নিয়ে চালাতে হচ্ছে টিটিসি এর প্রশিক্ষণ কার্যক্রম

তবে এর মধ্যে নতুন প্রকল্পের ৭জন দিয়ে কাজ চালানো হচ্ছে বিগত বছরগুলোতে এখান থেকে জেলার বহু যুবক প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেছেন তাদের প্রায় সকলেই আজ স্বাবলম্বী হয়েছেন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার কুমারটেক এলাকায় অবস্থিত মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ২০১৩ সালের মার্চ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পরে মাদারীপুর গণপূর্ত বিভাগ প্রত্যাশী সংস্থা জনশক্তি, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুারো এর বাস্তবায়নে ২০১৭ সালের ১৩ জানুয়ারি টিটিসির উদ্বোধন করা হয়

দীর্ঘ সাত বছর পার হলেও এখনো লোকবল সংকটে চলছে টিটিসি ৪৩টি সৃষ্টপদের মধ্যে মাত্র জন আছেন ছাড়া খন্ডকালীন প্রশিক্ষক হিসেবে জন ভারপ্রাপ্ত অধ্যক্ষ একজনসহ মোট ১১ জন দিয়ে চলছে প্রশিক্ষণের সকল কার্যক্রম ছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে জন আছেন চুক্তিভিত্তিক পদগুলো হলো পিয়ন একজন, নিরাপত্তাকর্মী তিনজন, মালী একজন, ঝাড়ুদার একজন সুইপার একজন

খোঁজ নিয়ে আরও জানা গেছে, এখানে দুই মাস, তিন মাস, চার মাস ছয় মাস মেয়াদি নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন, সুইং মেশিন অপারেশন, কনজিউমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টেলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, সিভিল কন্সট্রাকশন ড্রাইভিং উইথ অটো মেকানিক্স, প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স, জাপানি ভাষা কোর্স, হাউজ কিপিং কোর্স ছাড়া তিনদিন মেয়াদি প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সও আছে

আরও জানা গেছে, মাদারীপুরবাসী বিদেশ যাবার প্রবণতা বেশি থাকায় প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশনে সব সময়ই বেশি লোক দেখতে পাওয়া যায় এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নানা ধরণের প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারেন

ছাড়া বিদেশ ফেরত মানুষজনদের জন্যও নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখানে ছয় মাসব্যাপী জাপানি ভাষাও শেখানো হয় ছয় মাসব্যাপী কোর্স শেষ করে ইতোমধ্যেই কয়েকজন সরকারি অর্থায়নে জাপান যাবার সুযোগ পেয়েছেন

ব্যাপারে টিটিসির জাপানি ভাষা প্রশিক্ষক সাদিকুর রহমান বলেন, ‘এখান থেকে জাপানি ভাষা শিখে জাপানে কাজ করার সুযোগ আছে ইতোমধ্যেই এখান থেকে জাপানি ভাষা শিখে কয়েকজন সরকারি অর্থায়নে জাপান যাওয়ার সুযোগ পেয়েছেন

ভাষা শিখে বিদেশ গেলে তাদের মর্যাদাও অনেক বেশি থাকে তারা সহজেই কাজ পেয়ে থাকেন এবং অর্থও বেশি আয় করতে পারেনস্ইুং মেশিন অপারেশন (গার্মেন্টস) এর প্রশিক্ষণ নিয়ে আসা মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার লাভরিন আক্তার নীলিমা বলেন, ‘আমি এখানে গার্মেন্টসের ওপর প্রশিক্ষণ নিতে এসেছি

এখন থেকে প্রশিক্ষণ নিয়ে আমি স্বাবলম্বী হতে চাইসুইং মেশিন অপারেশন (গার্মেন্টস) এর প্রশিক্ষক আঁখিনূর আক্তার বলেন, ‘বর্তমানে এই প্রশিক্ষণে ১৫ শিক্ষার্থী আছেন এখান থেকে অনেকেই ট্রেনিং নিয়ে বিদেশ গিয়ে আয় করছেন অনেকেই আবার দেশে বসেও আয় করতে পারছেন এখান থেকে ট্রেনিংয়ের পর যে সার্টিফেট দেওয়া হয়, তা নিয়ে বিদেশ গেলে বেশি আয় করা সম্ভব

টিটিসিতে প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সে প্রশিক্ষণ নিতে আসেন শামীম তার বাড়ি মাদারীপুর শিবচরে তিনি বলেন, ‘টিটিসিতে এসেছি প্রশিক্ষণ নিতে আমি প্রথমবারের মতো কাজের জন্য বিদেশ যাচ্ছি তাই কয়েকজনের পরামর্শে এখানে এসেছি আমি জেনেছি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে অনেক ভালো হয়

মাদারীপুরের চরমুগরিয়া এলাকার আবদুল হামিদ বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আবার দ্বিতীয়বারের মতো যাব এখানে এসেছি প্রশিক্ষণ নিতে দেশ থেকে যারা বিদেশ যান, তারা যেন কাজ শিখে নিয়ম কানুন জেনে যান

কালকিনি উপজেলার রাব্বি মুন্সি বলেন, ‘আমি দীর্ঘদিন কাতারে ছিলাম এখন আমি ট্রেনিং নিয়ে সিঙ্গাপুরে যাব ট্রেনিং নিলে বিদেশে ভালো কিছু করা যায় তাই আমি সকলকে বলব, কেউ বিদেশ যেতে চাইলে কাজ শিখে গেলে অনেক ভালো হয় তারা যেন টিটিসিতে এসে প্রশিক্ষণ নেন

ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশনের ট্রেনিং নিতে আসা মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার  মো. মেহেদী হাসান বলেন, ‘আমি এই কোর্সটি করছি, আমি সার্টিফিকেটটি অর্জন করে ইউরোপের কোনো দেশে যেতে চাই

ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের প্রশিক্ষক মো. নয়ন শেখ বলেন, এখানে ওয়েল্ডিংয়ের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যারা দেশে কাজ করতে চান, তারাও এখান থেকে কাজ শিখে ভালো কিছু করতে পারেন

মাদারীপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ .. জাহাঙ্গীর আখতার বলেন, ‘শুধু মাদারীপুরই নয়; সারাদেশের টিটিসিগুলোতে জনবল সংকট রয়েছে এরমধ্যে নতুন কিছু প্রকল্প এসেছে ওই প্রকল্পের জন এখানে কাজ করছেন

আগের তুলনায় বর্তমানে সেবার মানও বেড়েছে প্রতিমাসেই এখান থেকে রিপোর্ট পাঠানো হয় আশা করছি দ্রুত জনবল সমস্যার সমাধান হয়ে যাবে আর এখান থেকে ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে দেশে এমনকি বিদেশেও ভালো কিছু করা সম্ভব

×