সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজার থেকে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। তার সাথে প্রায় ৬০ কেজি ভারতীয় জিরা ও নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয়েছে ২ পাচারকারীকে।
পাচারকারীরা হলেন জেলার চুনারুঘাট উপজেলার কাজিরখিল এলাকার বিপুল পাল (২৮), বাহুবল উপজেলার চারগাঁও এলাকার মোঃ মোজাম্মেল (১৮)।
শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প কর্তৃক তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ ইনফিনিটি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিরপুর বাজারের ব্যবসায়ী রহমত আলীর গোডাউন তল্লাশি করার পর ভারতীয় চিনির বস্তার পাশাপাশি বিপুল পরিমাণে ফ্রেশ ব্র্যান্ডের খালি চিনির বস্তা মজুদ পাওয়া যায়। কর্মচারীদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় ভারতীয় চিনি ভারতীয় বস্তা থেকে ফ্রেশ ব্র্যান্ডের চিনির বস্তায় পুনরায় প্যাকেট করে দেশীয় চিনি বলে বাজারজাত করা হয়।
এ সময় তার বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়। নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা এবং একটি টাকা গোনার মেশিন পাওয়া যায়। রহমত আলী দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি এবং জিরা অবৈধ ব্যবসা করে আসছে।