ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

টেকনাফের ইয়াবা গডফাদার জাফর চেয়ারম্যান আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৯:৫০, ১ নভেম্বর ২০২৪

টেকনাফের ইয়াবা গডফাদার জাফর চেয়ারম্যান আটক

ইয়াবার গডফাদার খ্যাত টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে আটক করেছে র‌্যাব বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

কক্সবাজার র‌্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জাফর আহমেদ জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক (ইয়াবা) কারবারি। র‌্যা সূত্রে জানা গেছে, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাফর আহমেদের নাম। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও আছে। টেকনাফে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়।

মামলায় জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে মামলাটি করেন টেকনাফ থানায়। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়। তাকে কক্সবাজারে আনা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

×