মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে শুক্রবার দু’ব্যবসায়ীকে এক লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ৫টি মেশিন অকেজো করেছে উপজেলা প্রশাসন।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক এসএম. ফয়েজ উদ্দিন জনকন্ঠকে জানান, পাটুরিয়া ও আরুয়া এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবরে অভিযান চালিয়ে ৫টি কাটার মেশিন অকেজোসহ সম্পৃক্ত দু’ব্যবসায়ীর নিকট থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনসার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
রিয়াদ