ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

‘বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে নাখোশ শিক্ষা কর্মকর্তা!

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর (সুনামগঞ্জ) 

প্রকাশিত: ১৭:০৯, ১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:১৮, ১ নভেম্বর ২০২৪

‘বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে নাখোশ শিক্ষা কর্মকর্তা!

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরেও পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

আজ শুক্রবার দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি পরবর্তী শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিথিদের শপথ পাঠ করান উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

তবে শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত সবাই ঠোঁট মেলালেও ব্যাতিক্রম ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। তিনি শপথ পাঠ চলাকালীন পুরো সময়জুড়ে ছিলেন নিশ্চুপ, নির্বাক, হতবিহ্বল। শপথ পাঠ অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তার এমন আচরণের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। এদিকে অনুষ্ঠানে মাধ্যমিক কর্মকর্তার এমন আচরন উপস্থিত অতিথিদেরও দৃষ্টিগোচর হয়। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিরবতার বিষয়টি আলোচনা সভায় একজন বক্তা উত্থাপনও করেন।

নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন কয়েকজন বলেন, শপথ পাঠে "বৈষম্যবিরোধী ছাত্র-যুব-জনতার আন্দোলনে অর্জিত, বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকিবো" এমন বাক্য হয়তো শিক্ষা কর্মকর্তার মনে ধরেনি, যেকারণে তিনি শপথ পাঠ চলাকালীন নিশ্চুপ থেকেছেন। তারা আরও বলেন, শিক্ষা কর্মকর্তা গলার কণ্ঠস্বর ভালো না বলে শপথ পাঠ সময়ে নিরব থাকলেও বক্তব্য ঠিকই দিয়েছেন। 

তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা মিজানুর রহমান বলেন, অনুষ্ঠানে গিয়েছি আর শপথ পাঠ করবো না, এটা কেমন কথা। আমার গলার স্বরটা একটু ভাঙা তো, তাই শব্দ করে শপথ পাঠ করেনি, মনে মনে পাঠ করেছি। স্থানীয় কিছু লোক আমাকে অন্য বলয়ের মনে করে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।

রিয়াদ

×