ভাঙ্গারির ব্যবসা
কলাপাড়ায় ধানখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত স্টিল এবং লোহার মালামাল ফ্রি-স্টাইলে চোরাই পথে বিক্রি হচ্ছে। স্থানীয় ভাষায় একে ভাঙ্গারি ব্যবসা বলা হয়। ২০১৬ সাল থেকে রাজনৈতিক দলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এ অবৈধ বানিজ্য চলছে। রাতারাতি কোটি টাকা আয় করার এটি একটি মোক্ষম সুযোগ। পাওয়ার প্লান্টের একটি চক্র এর সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। অভিযোগ পাওয়া গেছে পুলিশ প্রশাসনের যোগাযোগ রয়েছে এ চক্রের সঙ্গে। বর্তমানে এ চোরাই লোহালক্কর বেচাকেনার জন্য কলাপাড়া পৌরসভাসহ গ্রামের বিভিন্ন স্থানে ভাঙ্গারি ব্যবসা চালু রয়েছে। এসব দোকানে চুরি করা সাধারণ মানুষের বাড়ির মালামাল, টিন, সোলার প্যানেল, ব্যাটারি,টিউবওয়েলের হেড পর্যন্ত বিক্রি হচ্ছে।
টুম্পা