অবৈধ ইট ভাটা
টাঙ্গাইলের ধনবাড়ীতে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার(৩১অক্টোবর) দুপুরে ধনবাড়ী পৌরসভার হবিবপুর ইটের ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ইট ভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা জানান, ধনবাড়ী পৌরসভার হবিপুর এলাকার মালঞ্চ ইট ভাটার বৈধ কাগজ পত্র না থাকায়ইট ভাটার চিমনি গুড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়। এসময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী দিনে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান।
এসময় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোতালেব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শহিদ