মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত চাটাজর্ী বাপ্পী বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। শাহাবুদ্দিন আহমেদ মোলা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে একাধিক ফৌজদারি মামলায় আটক আছেন।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপিকা শাবানা শাহীন জানান, তার স্বামী শাহাবুদ্দিন আহমেদ গত ২৫ আক্টোবর পদত্যাগ করেছেন। তিনি পুলিশ সুপারের কাছে এক লিখিত আবেদনেও পদত্যাগের বিষয়টি উলেখ করেছেন।
এডভোকেট সুজিত চাটাজর্ী বাপ্পী জানান, ‘গত শুক্রবার (২৫ অক্টোবর) তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোলা লিখিতভাবে পদত্যাগ করেছেন। শাহাবুদ্দিন মোলা জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের কথা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশ্য আদালতে উপস্থিত সকলকে জানিয়েছেন। তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোলার বির“দ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। এছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
তার ব্রঙ্কাইটিস এজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়। শারীরিক অসুস্থ্যতার কারণে তিনি রাজনীতি থেকে সরে দঁাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এব্যাপারে মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। দলীয় কার্যালয়টিও বর্তমানে বন্ধ। বন্ধ রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ‘দের ফোন নম্বরও। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।
রিয়াদ