ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৯:৩৪, ৩১ অক্টোবর ২০২৪

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন।  বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৮) ওই গ্রামের ফজল আহমেদের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন দুপুরে বাড়ীর পাশে সুপারি বাগানে সুপারি পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল আনার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ নজরুল ইসলাম বলেন ঘটনা শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। 
 

জাফরান

×