ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে গোল টেবিল বৈঠক

নিজস্বসংবাদদাতা,নড়াইল

প্রকাশিত: ১৭:৩৪, ৩১ অক্টোবর ২০২৪

প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে গোল টেবিল বৈঠক

যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিস্থিতি এবং সমন্বিত যৌনতা শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য সরকারি স্টেকহোল্ডারদের সাথে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং কয়েটি স্কুলের প্রধানশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

 

 


“আরএইচস্টেপ এবং নড়াইলে সহযোগী আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার মাধ্যমে "রাইট হিয়ার রাইট নাও" প্রকল্পের অধীনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপত্বিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন, আরএইচস্টেপ এর নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম,  পরিবার পরিকল্পনার উপপরিচালক আলিফ নুর, সমাজ সেবার উপ পরিচালক রতন কুমার হালদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌশুমি রানী মজুমদারসহ আরএইচস্টেপ এর কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিরা। 

ফুয়াদ

×