ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

এবার প্রতারণার অভিযোগে জেলা ছাত্র নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:২৯, ৩১ অক্টোবর ২০২৪

এবার প্রতারণার অভিযোগে জেলা ছাত্র নেতা গ্রেফতার

চাকরি ও বদলি তদবির করে অর্থ আত্মসাৎ করার প্রতারণার অভিযোগে জাকিরুল ইসলাম নামের জাতীয় ছাত্র সমাজের এক নেতাকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক। তিনি জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

 

 

 


বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্র সমাজের ওই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জাকিরুল তার ০১৭১০৪৭৪১০৭ নাম্বারের সীম ব্যবহার করে একটি হোয়াটস অ্যাপ আইডি খুলে। যেখানে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি বর্গের ছবি ব্যবহার করে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি দেওয়া অথবা বদলী করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিতেন, এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর সলিমারাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আউয়ালকে সেনপাড়া পর্বতা ভূমি ভূমু অফিস, মোহাম্মদপুর ভূমি অফিস/মিরুপুর ভূমি অফিসে বদলি করিয়ে দিব মর্মে অর্থ গ্রহন এবং আত্মসাৎ করে। এমন বিভিন্ন অভিযোগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক জাকিরুল ইসলামকে আটক করে এবং তার মোবাইল জব্দ করা হয়। এসময় জাকিরুল প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই অমিতাভ রায় বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। 
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলামকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতার জাকিরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফুয়াদ

×