ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রাজনৈতিক ভিন্ন মতের বৈষম্য বন্ধ করা গেলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:২৮, ৩১ অক্টোবর ২০২৪

রাজনৈতিক ভিন্ন মতের বৈষম্য বন্ধ করা গেলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব

নুরুল হক নূর

বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক ভিন্ন মত থাকার কারণে কোন মানুষ হামলা, মামলার শিকার হবে না, ধর্মীয় কিংবা গোষ্ঠীগত ভিন্নতা থাকার ফলে কোন মানুষ নির্যাতন, নিপীড়ন, বৈষম্যের শিকার হবে না। একটি নিশ্চিত করা গেলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব। ছাত্র এবং সাধারণ মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে।

কোন রাজনৈতিক দলের নেতারা এখন উৎপাত ও খবরদারি করবে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের জায়গা জমি দখল করবে, হামলা করবে, প্রশাসন তাদের কাছে অসহায় হয়ে পড়বে এই বাংলাদেশ দেখতে চাইনা। বৃহস্পতিবার দুপুরে গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। 
তিনি আরো বলেন, রাষ্ট্র কোন ধর্মের প্রতি পক্ষপাত করতে পারেনা। রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদ ও রাজনৈতিক দল। তাই এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার থাকবে। কেউ নিজেদের দুর্বল ভাববেন না। স্রোতের বিপরীতে আপোষহীন থেকে দেশের পট পরিবর্তনের চেষ্টা করেছি। সরকার পতনের পর যারা চাঁদাবাজি হামলা মামলা দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। যারা নব্য আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে তাদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। আগামীর নির্বাচনে রাজনৈতিক যে জমিদারি প্রথা তা ভেঙ্গে দিয়ে ব্যক্তি দেখে ভোট দিতে হবে।

পুরনো রাজনৈতিক ব্যবস্থায় যদি নির্বাচন হয় পুরনো রাজনৈতিক দলগুলোই যদি ক্ষমতায় যায় তাহলে একই চিত্র দেখতে পাবেন। জনগণের কাছে সুযোগ এসেছে গত ৫০ বছরে যেটি হয়নি সেটি করে দেখাতে হবে।

 
গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম লিটল সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিয়াদ

×