দুই মাদক বিক্রেতা গ্রেফতার
বাউফলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডালিমা গ্রামের মোঃ রফিজ প্যাদার ছেলে মোঃ রুমান প্যাদা (৩০) ও মোঃ হালিম প্যাদার ছেলে মোঃ মঞ্জু প্যাদা (২৫) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বাউফল থানার পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১অক্টবর) সকালে গ্রেপ্তারকৃতদের পটুয়াখালী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৯টার দিকে বাউফল থানার এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশ তাদেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বিক্রি করতো। এ ফলে ওই গ্রামের শিক্ষার্থীসহ নানা শ্রণি পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পরে। এলাকায় বেড়ে যায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ প্রবনতা।
এ বিষয়ে বাউফল থানায় ওসি মোঃ কামাল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীদের আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী কোটে পাঠানো হয়েছে।
জাফরান