দাউদকান্দি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দাউদকান্দি উপজেলা শাখার বারপাড়া ইউনিয়নের সভাপতি মোঃ খোরশেদ আলমকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বুধবার দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৩ দিন পর ওই কমিটির সভাপতিকে বহিষ্কার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম।
জাফরান