ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বাস চাঁপায় ববি শিক্ষার্থী নিহত : মহাসড়ক অবরোধ : বাসে আগুন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০৯:২৩, ৩১ অক্টোবর ২০২৪

বাস চাঁপায় ববি শিক্ষার্থী নিহত : মহাসড়ক অবরোধ : বাসে আগুন

বাসে আগুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বুধবার দিবাগত রাত নয়টার দিকে বাস চাঁপায় নিহত হয়েছেন।

ববি'র প্রধান গেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহি নারায়ণগঞ্জ পরিবহন নামের একটি বাস তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মিম নিহত হয়।

নিহত মিম ববি'র পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
 
দুর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখার সময় রাত বারোটা ঢাকা-বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধরা রাত সাড়ে ১১টার দিকে ঘাতক বাসটিতে আগুন দিয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। 

দীর্ঘসময় মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস আটকে জনভোগান্তি দেখা দিয়েছে। 

ববি'র শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির যাত্রীবাহি নারায়ণগঞ্জ পরিবহন মিমকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মিম নিহত হয়।

টুম্পা

×