ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বৃষ্টি নামলে ছাতা মাথায় ক্লাস করে শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ০০:৩৪, ৩১ অক্টোবর ২০২৪

বৃষ্টি নামলে ছাতা মাথায় ক্লাস করে শিক্ষার্থীরা

বৃষ্টি নামলে ছাতা মাথায় ক্লাস করতে হয় ডোহরখোলা মাদ্রাসার শিক্ষার্থীদের

বাকেরগঞ্জ উপজেলায় নিয়ামতি ইউনিয়নের ডোহরখোলা ইবতেদায়ী দাখিল মাদ্রাসা উপজেলার প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৃষ্টি নামলে ছাতা মাথায় ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। শ্রেণিকক্ষে বসে উপরে তাকালে আকাশ দেখা যায়। বৃষ্টি হলেই টিনের চালা দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের  ভেতরে ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে। টিনের চালা দিয়ে পড়া বৃষ্টির পানিতে ধীরে ধীরে শ্রেণি কক্ষগুলো ভরে যায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই মাদ্রাসার প্রায় ৩ শ’ শিক্ষার্থীকে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার  আমিনুল হাসান বলেন, মাদ্রাসার একটি ভবনের জন্য বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করে আসছি। এখন পর্যন্ত কোনো সুফল হয়নি। জরাজীর্ণ টিনের ঘরে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে ।

×