ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিয়ের প্রলোভনে ধ*র্ষণ!

প্রকাশিত: ০০:২৭, ৩১ অক্টোবর ২০২৪; আপডেট: ০১:১১, ৩১ অক্টোবর ২০২৪

বিয়ের প্রলোভনে ধ*র্ষণ!

প্রতিকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন লালপুর গ্রামের সোয়েব ইসলাম তানিম (২৩) ও একই এলাকার নিজাম উদ্দিন জায়েদ (২২)। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই মাস আগে তানিমের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক হয়। পরে বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে গত ২৭ অক্টোবর জায়েদের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে যান তানিম। সেখানে নিয়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত তানিমের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সহযোগী হিসেবে আসামি করা হয় জায়েদকেও। পরে থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

 

শিহাব উদ্দিন

×