ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

এবার জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা !

প্রকাশিত: ২৩:১০, ৩০ অক্টোবর ২০২৪

এবার জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা !

মানচিত্রে গাজিপুর

গাজীপুর মহানগরীর নান্দুয়াইন এলাকায় এমজিএইচ গ্রুপের মালিকানাধীন জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করে প্রতিপক্ষ ম্যাকডোনাল্ড লিমিটেড। এ সময় বাধা দেওয়ায় ম্যাকডোনাল্ড লিমিটেডের লোকজনের হামলায় তিন জন আহত হয়।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সদর মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এমজিএইচ গ্রুপের আহত নিরাপত্তাকর্মী মো. আব্দুল কাইয়ুম (অব: সার্জেন্ট) বাদি হয়ে এ অভিযোগটি দায়ের করেছেন।

 

লিখিত অভিযোগে ছয় জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামি করা হয়েছে।

এমজিএইচ গ্রুপের রেগুলেটরি বিষয়ক উপ-মহাব্যবস্থাপক মেজর (অবঃ) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, বুধবার সকালে তাদের গ্রুপের মালিকানাধীন জমিতে জোরপূর্বক পার্শ্ববর্তী ম্যাকডোনাল্ড লিমিটেডের লোকজন পুনরায় রাস্তা নির্মাণের কাজ শুরু করে। এ সময় খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। সদর থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি জানান, ২০১০ সালে এমজিএইচ গ্রুপের এমডি আনিস আহমেদের স্ত্রী সুহানা লুৎফা আহমেদ বিভিন্ন দলিলের মাধ্যমে গাজীপুর মহানগরীর নান্দুয়াইন এলাকায় আড়াইশপ্রসাদ মৌজার ৯২৫ দশমিক ৬৮ শতাংশ জমি ক্রয় করে খাজনা পরিশোধপূর্বক ভোগদখল করে আসছেন। এ জমির উপর কোনো রাস্তা ছিল না। পার্শ্ববর্তী ম্যাকডোনাল্ড লিমিটেডের কারখানার লোকজন গাজীপুর সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে রাস্তা নির্মাণের চেষ্টা চালায়।

তিনি আরও জানান, এ ঘটনায় জমির মালিক সুহানা লুৎফা আহমেদ উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন। উচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ গ্রুপের লোকজন জোর করে রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ নম্বর (সালনা) জোনের নির্বাহী প্রকৌশলী আবিদা সুলতানা জানান, রাস্তা নির্মাণের ঘটনা জানতে পেরে বুধবার সকালে লোকজন পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত উভয় পক্ষের লোকজন নিয়ে সিটি কর্পোরেশনে বসে আলোচনা করে ঘটনার সুরাহা করা হবে।

এ ব্যাপারে সদর মেট্রো থানার ওসি আরিফুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পেলে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিহাব উদ্দিন

×