"ছাত্র শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে মাসব্যাপী ইঁদুর দমন অভিযান শুরু হয়েছে।
এ উপলক্ষে বিকেলে লক্ষ্মীপুর জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ যৌথ উদ্যোগে নিজস্ব সম্মলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক সোহেল মো. সামসুদ্দীন ফিরোজের সভাপতিত্বে ও অতিরিক্ত সহকারী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম।
প্রধান অতিথি উপস্থিত থেকে পানিতে ডুবিয়ে ইঁদুর মেরে কর্মসূচীর উদ্বোধন করেন, চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. নাছির উদ্দীন। আরো বক্তব্য রাখেন, জেলা কৃষক প্রশিক্ষণ কর্মকর্তা মঞ্জুর হোসেন, রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের ও কৃষক নাহিদ উদ্দিন। প্রামান্য চিত্রের মাধ্যমে এ বিষয়ে তথ্য উপস্থাপন করেন, অতিরিক্ত সহকারী পরিচালক বীজ (সংরক্ষণ) সালেহ উদ্দিন।
এম এম