ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

এবার ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা, দৌলতখান

প্রকাশিত: ২১:০৬, ৩০ অক্টোবর ২০২৪; আপডেট: ২১:১০, ৩০ অক্টোবর ২০২৪

এবার ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা

ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় ব্যবহার করে মুঠোফোনে প্রতারণা করে আসছে একটি প্রতারক চক্র। আজ বুধবার (৩০অক্টোবর) দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরি বিষয়টি নিশ্চিত করেন।

 

 

জানা যায়, চক্রটি সরকারি বিভিন্ন সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে মুঠোফোনে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ দাবি করছে। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের ফোনে কল দিয়ে অর্থ দাবি করছে।  

 

 

 

 

উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিন জানান, প্রতারক চক্র ইউএনওর পরিচয় দিয়ে আলী আনসার নামে একজন বীর মুক্তিযোদ্ধার কাছ ৫৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী দৌলতখান থানায় সাধারণ ডায়েরি করেছেন।

 

 

 

 

এ ঘটনায় দৌলতখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে । দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী জানান, 'প্রতারক চক্র ইউএনও'র পরিচয় ব্যবহার করে প্রতারণা করছে। এ ধরণের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।'
 

×