পাঁচ শতাংশ শুল্কায়নে ভারত থেকে আমদানি করা আরও একটি ডিমের চালান এসে পৌঁছেছে যশোরের বেনাপোল স্থলবন্দরে। ডিম আমদানিতে ২৫ শতাংশ শুল্কের পরিবর্তে পাঁচ শতাংশ শুল্কায়ন করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিমের এ চালানটি আসে। এতে ডিমের দাম কমবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা পাওয়া যাবে।
আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজীব বলেন, নতুন নির্ধারণ করা শুল্কে ডিম খালাস নিচ্ছি। গত ২১ অক্টোবর পাঁচ শতাংশ শুল্কের ডিম খালাস শুরু হয়। এখন দাম আগের চেয়ে কমবে।
কম শুল্কে গত ২১ অক্টোবর ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম খালাস দেওয়া হয়েছিল এবং আজ ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস খালাস দেওয়া হচ্ছে।
রাজু