ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টারি, গাজীপুর

প্রকাশিত: ২০:২৩, ৩০ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান

আহতদের সহায়তা প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আহত এবং অসহায় ও অস্বচ্ছল ৪০ ব্যাক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা পরিষদ। বুধবার বিকেলে জেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহয়তার চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক নাফিসা আরেফীন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২০ জনের প্রত্যেকে ৩০ হাজার টাকা করে এবং অসহায় ও অস্বচ্ছল ২০ জনকে ২২ হাজার টাকা করে মোট ১০ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, গাজীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভিাগের উপ পরিচালক মো. ওয়াহিদ হোসেন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
 

শহিদ

×