ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

শুক্রবার থেকে উন্মুক্ত হচ্ছে রাঙ্গামাটি

নিজস্ব সংবাদদাতা,রাঙ্গামাটি

প্রকাশিত: ১৯:৪৭, ৩০ অক্টোবর ২০২৪

শুক্রবার থেকে উন্মুক্ত হচ্ছে রাঙ্গামাটি

রাঙ্গামাটির  আর্কষণীয় পর্যটন স্পটগুলো ৩৭ দিন পর শুক্রবার থেকে  উন্মুক্ত হচ্ছে 

দীর্ঘ ৩৭ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা শেষে আজ  ১ নভেম্বর থেকে  রাঙ্গামাটির আর্কষণীয় পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। বুধবার  দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যললেয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 
তিনি বলেন,  জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরণের বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে। বর্তমানে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূর্বের ন্যায় পর্যটকরা নিরাপদে রাঙ্গামাটি ভ্রমণ করেতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের নিরাপত্তা দেওয়া হবে বলে জানান।   
সাজেক ভ্রমণ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু খাগড়াছড়িতে ভ্রমণ বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হবে। সুতরাং আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি হোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম,বার্গী লেক ভ্যালীর পরিচালক বাপ্পী তঞ্চঙ্গ্যা,ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলীসহ পর্যটন সংশ্লিষ্ট অংশীজনেরা। 
প্রসঙ্গত, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার জেরে তিন দফায় ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে পরামর্শ দেয় স্থানীয় প্রশাসন।

জাফরান

×