ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

তাড়াশে ২৮ শে অক্টোবর লগি বৈঠার বর্বরাচিত হত্যার প্রতিবাদে সমাবেশ

সংবাদদাতা : তাড়াশ,সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ৩০ অক্টোবর ২০২৪

তাড়াশে ২৮ শে অক্টোবর লগি বৈঠার বর্বরাচিত হত্যার প্রতিবাদে  সমাবেশ

 ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামায়াত-শিবিরের নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেএই হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে তাড়াশে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখা

 

৩০( অক্টোবর) বুধবার সকালে তাড়াশ পৌর জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি মোঃ কাওসার হাবীব

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের আমীর জননেতা সাকলাইন,নায়েবী আমীর মাওলানা মোক্তার হোসাইন, সেক্রেটারি শাহজাহান আলী মাষ্টার, কর্মপরিষদ সদস্য, ইউনুস আলী, প্রভাষক আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক, জামায়াত নেতা, ফজলুর রহমান, গোলাম কিবরিয়া,যুব ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শিবিরের সভাপতি ইয়াহিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তাণ্ডব চালায় আওয়ামী লীগ রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা

২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ রক্তাক্ত ২৮ অক্টোবর রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়

×