ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

নওগাঁয় ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত: ১৯:০০, ৩০ অক্টোবর ২০২৪

নওগাঁয় ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নওগাঁয় ব্র্যাকের অবহিতকরণ  কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আরজি নওগাঁ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে যৌন প্রজনন স্বাস্থ্যসেবা অধিকার নিশ্চিত করতে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা বাস্তবায়নে পারস্পারিক অংশিদারিত্ব তৈরীতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইয়্যূথ সদস্য মোছা: সাথী আক্তারের সভাপতিত্বে প্রকল্পের ইয়্যূথ লিডার মোঃ ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় আরএইচআরএন প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন প্রকল্পের ইয়ুথ সদস্য মোছা: মীম আক্তার। সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধিকার এখানে, এখনই প্রকল্প নওগাঁর জেলা যুব সমন্বয়ক ফারজানা রেজা রুমি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছা: মাহ্ফুজাখাতুন, সদর উপজেলা যুব উন্নয়ন কমর্র্কতা ইলিয়াছ হোসেন প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, ইয়্যূথগণ প্রমুখ।  

×