ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ফায়ার সার্ভিসের পেঁচা উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৭:২৩, ৩০ অক্টোবর ২০২৪

ফায়ার সার্ভিসের পেঁচা উদ্ধার

ঘুড়ির সুতোয় জড়িয়ে বিশালাকার রেন্ট্রি গাছের ডালে ঝুলছিলো বিপন্ন প্রজাতির পেঁচা। এলাকাবাসির কাছে খবর পেয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পেঁচাটিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাটি জেলার গৌরনদী পৌরসভার টিএন্ডটি মোড় এলাকার।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী কাজী রুস্তুম আলী জানান, বুধবার সকাল থেকে ঝিলাম ভূইয়ার বাড়ির রেন্ট্রি গাছে ঘুড়ির সুতোয় জড়ানো একটি পেঁচা ঝুলছিলো। পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পেঁচাটি উদ্ধার করে। পেঁচাটির অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় উপজেলা প্রানি সম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্য হাফিজুল ইসলাম জানান, স্থানীয়রা পেঁচাটি উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পেঁচাটি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালের ভেটোনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, পেঁচাটিকে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ লিখে দেওয়া হয়েছে।

×