ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বরিশালে বিএনপি নেতাকর্মীদের ব্যানার প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৭:২০, ৩০ অক্টোবর ২০২৪

বরিশালে বিএনপি নেতাকর্মীদের ব্যানার প্রতিযোগিতা

দলের হাই কমান্ডের নির্দেশকে উপেক্ষা করে গত আগস্টের পর থেকে অদ্যবর্ধি ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার বিভিন্ন বাসষ্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চলে বিএনপি নেতাদের ডিজিটাল ব্যানার, ফেস্টুন বিলবোর্ডে সয়লাব হয়ে গেছে।

বিএনপির চেয়ারপার্সন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সম্ভ্রাব্য বিএনপি দলীয় প্রার্থী সাবেক সাংসদদের ছবি সংবলিত এসব ব্যানার, ফেস্টুন বিলবোর্ডে স্ব-স্ব এলাকার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশার সমর্থকদের ছবিজুড়ে দিয়ে নিজেদের বিএনপি তার অঙ্গ সংগঠনের বড় নেতা হিসেবে জাহির করা হচ্ছে। যারমাধ্যমে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। এরমধ্যে অনেকেই দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ব্যানার প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্রবাসে অবস্থান করা বিএনপির কর্মী সমর্থকরাও।

তারা অনেকেই তাদের লোকজন দিয়ে সু-বিশাল ব্যানার করে বিভিন্নস্থানে সাটিয়ে দিয়েছেন। অথচ ব্যানার প্রতিযোগিতায় নামা অধিকাংশরাই দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। আগস্টের পর রাতারাতি ওইসব সুবিধাভোগীরা ভোল্ট পাল্টে এখন নিজেদের বিএনপি নেতা দাবি করে সুবিশাল ডিজিটাল ব্যানার, ফেস্টুন বিলবোর্ড প্রতিযোগিতায় নেমেছেন।

দলের নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, উল্লেখিত বিষয়গুলো আঁচ করতে পেরেই কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে ব্যানার, ফেস্টুন বিলবোর্ড স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও কেউ সেই নির্দেশ মানছেন না। যে যেভাবে পারছেন সেভাবেই কেন্দ্রীয় নেতাদের ছবি ব্যবহার করে ব্যানার সাটাচ্ছেন। বিষয়টি দলের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের জেলার প্রবেশদ্বার গৌরনদী আগৈলঝাড়া উপজেলার প্রতিটি বাসষ্ট্যান্ড থেকে শুরু করে হাট-বাজারের অলিগলি এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বরিশাল- আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের পক্ষে তাদের অনুসারী নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন বিলবোর্ড স্থাপন করেছে।

একইভাবে বরিশাল- আসনে বিএনপি দলীয় সম্ভ্রাব্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে মহাসড়কের উজিরপুর উপজেলার অংশের দুই পাশে ব্যাপক ব্যানার বিলবোর্ড সাটানো হয়েছে। অভিযোগ রয়েছে, ওই উপজেলার এক প্রবাসী বিএনপি কর্মীর পক্ষে এলাকায় ব্যাপক ব্যানার ফেস্টুন সাটিয়ে তার অনুসারীদের মাধ্যমে চাঁদাবাজিতে মেতে উঠেছে।

সার্বিক বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার (সোবাহান) ছবি ব্যবহার করে কর্মী সমর্থকরা ব্যাপক ব্যানার, ফেস্টুন বিলবোর্ড সাটিয়েছিলো এরইমধ্যে যত্রতত্রভাবে এসব প্রচারনা বন্ধে দলের হাইকমান্ডের নিষেধাজ্ঞার পর কর্মী সমর্থকদের ওইসব ব্যানার, ফেস্টুন বিলবোর্ড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

×