বান্দরবানে দীর্ঘদিন পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার পর আগামী এক সপ্তাহের মধ্যে পর্যটন স্পটগুলো ভ্রমনপিপাসুদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসন সভা কক্ষে বান্দরবান পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।
সভায় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটন শিল্প হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রাণ। জাতীধর্ম সকলের রুটিরুজির অন্যতম মাধ্যম। এই আইনশৃংখলা'সহ সার্বিক পরিস্থিতি বিবোচনায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত। বর্তমান পরিস্থিতি বিবোচনায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহেই ভ্রমণের জন্য বান্দরবান জেলার পর্যটন খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৭ থেকে ১০ নভেম্বর যেকোনো দিন খুলে দেয়া হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জরুল হক, সেনাবাহিনী কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন উপদেষ্টা কাজল কান্তি দাস, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ট্যুরিস্ট জীপগাড়ী মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সঙ্গে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের মতবিনিময় সভা চলাকালীন সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হোটেল-রেস্টুরেন্টের শ্রমিক, সিএনজি-ইজিবাইকের চালকরা ভাত দেন না হয় পর্যটন খুলে দেন এমন একটি ব্যানার ধরে মিছিল করছিল শত শত পর্যটন সংশ্লিষ্ট কর্মচারী ও শ্রমিকরা। এমন অবস্থাতে জেলা প্রশাসক আগামী সপ্তাহের মধ্যে বান্দরবানের সকল পর্যটন স্পট ভ্রমনপিপাসুদের জন্য খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ছবির ক্যাপশান: বান্দরবান জেলা প্রশাসনের সভা কক্ষে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।