ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

হাতিয়ায় ইয়াবা’সহ মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদদাতা,হাতিয়া

প্রকাশিত: ১৫:১১, ৩০ অক্টোবর ২০২৪

হাতিয়ায় ইয়াবা’সহ মাদক কারবারি আটক

আটককৃত ব্যক্তি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে খোকন মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে নৌবাহিনী। এসময় তার কাছ থেকে ৮৫পিস ইয়াবা, ২৩হাজার ৩৭৯টাকা, ৩টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ২টি সিমকার্ড, ১টি ছুরি এবং ইয়াবা সেবন ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার সকালে চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোকন মিয়া ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরকিং ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় এলাকার চিহিৃত মাদক কারবারি খোকনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসত ঘর থেকে মাদক, নগদ টাকা ও অনান্য জিনিস পত্র জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

রিয়াদ

×