আসামি কোহিনুর
দাউদকান্দি পৌরসভার একাধিক মাদক মামলার আসামি কোহিনুরকে আবারও ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার(২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিত্তে সেনাবাহিনীর একটি টিম ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে পৌরসভার দোনারচর গ্রামের নারী মাদক কারবারী কোহিনুর(৪৫)কে ৫৫০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৭৩ হাজার টাকা জব্দসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন— মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) হারুন-অর-রশিদ।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, কোহিনুর একজন পৌর এলাকার মাদক কারবারী। তাকে গতকাল মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে আটক করে থানায় আনা হয়েছে।
আজ বুধবার(৩০ অক্টোবর) তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷
ইসরাত