ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে কোন কিছুই নেই এসব বাইকার চালকদের।
দাউদকান্দিতে পৌর-শহরসহ গ্রামীণ জনপদের সড়কগুলোয় কিশোর বাইকাররা দাপিয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। ব্যস্ততম সড়ক মহাসড়কেও একই দৃশ্য লক্ষ করা যায়। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে কোন কিছুই নেই এসব বাইকার চালকদের।
তিন চারজন একেকটি মোটর সাইকেলে চড়ে বেপরোয়া গতিতে চালাচ্ছে। ফলে বেপোরোয়া গতির কারনে প্রাণও যাচ্ছে অনেকেরই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এরা হাইড্রোলিক হর্ণ বাজিয়ে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়ায়।
দাউদকান্দি পৌরসদরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও এসব কিশোর বাইকারদের দৌরাত্ম্য দেখা যায়। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা পর্যন্ত একটিতে তিন-চারজন চড়ে বেপরোয়া গতিতে চালাচ্ছে মোটরসাইকেল। ফলে সড়ক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। সচেতনমহল এ নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেছেন।
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া সড়ক মহাসড়কে মোটরসাইকেলসহ কোন যানবাহন চালানোর সুযোগ নেই। অথচ এসবের কোন বালাই নেই। সব চলছে যেন ফ্রি-স্টাইলে।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদল বলেন,এমন দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও কিশোর চালকদের নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে অভিভাবকদের সচেতনতা হওয়া জরুরি।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)জুনায়েত চৌধুরী জানান, ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হবে অচিরেই।
টুম্পা