ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ঝালকাঠিতে এ বছর ছড়িয়ে ছিটিয়ে ২১৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি

প্রকাশিত: ২১:৪৮, ২৯ অক্টোবর ২০২৪

ঝালকাঠিতে এ বছর ছড়িয়ে ছিটিয়ে ২১৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে

২১৫ হেক্টর জমিতে আখ চাষ

ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় এবছর ছড়িয়ে ছিটিয়ে ২১৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। তবে এবছর কয়েক দফা ঝড়-বৃষ্টি বৈরী আবহাওয়ার ধকল কাটিয়ে এর চাষাবাদ করেছে কৃষকরা। ঝালকাঠি জেলার মধ্যে ঝালকাঠি সদর উপজেলার সর্বাধিক ১২৫ হেক্টরে আখের আবাদ হয়েছে। সদর উপজেলার উত্তরাঞ্চল খ্যাত ভীমরুলি, শতাদশকাঠি, জগদীশপুর, সাহাগাছি, কাপড়কাঠি, খাজুরার এই সকল এলাকায় কান্দিপদ্ধতিতে আখের চাষ করে আসছে এই অঞ্চলের কৃষকরা।

এই ফলনটি রোপনের থেকে মাস পরে কৃষকরা কর্তন করে বাজারজাত করে। এবছর আখের দাম ভাল পেয়েছে কৃষকরা। কৃষকরা ক্ষেত থেকে শত হিসেবে আখ বিক্রি করে থাকে এবং বাজারে এসে এই আখ প্রতি পিস এবছর সর্বনিম্ন ৩০ টাকা ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই অঞ্চলে সাধারণত চুইং ভ্যারাইটির আখের চাষ হয়। এই অঞ্চলের আখ থেকে কৃষকরা কিছু কিছু স্থানীয় পর্যায়ে  গুর তৈরি করে তবে প্রধানত চিবিয়ে খাওয়ার জন্যই এই আখের ব্যববহার বেশি হয়।  কৃষি বিভাগ জানিয়েছে এই অঞ্চলে সাধারণ বিএসআরআই-৪১, ৪২ ৪৭ জাতের আবাদের পাশাপাশি বোম্বাই, গ্যান্ডারি, মিশ্রিদানা তুর্পীন জাতের আখের চাষ হয়ে থাকে।

ঝালকাঠি সদর উপজেলা ব্যতিত অন্য ৩টি উপজেলার মধ্যে নলছিটি ৩০ হেক্টর, রাজাপুরে ২০ হেক্টর কাঠালিয়ায় ৪০ হেক্টরে আখের চাষ হয়েছে। এর হেক্টর প্রতি উৎপাদন ৪৫ মেট্রিক টন।

×