রাজশাহীর বাগমারার শীর্ষ সন্ত্রাসী শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন গ্রেপ্তার হয়েছেন।
বাগমারায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমনের ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
আজ মঙ্গলবার ২৯ অক্টোবর ভোর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ৫ আগস্ট সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে বাগমারার বিভিন্ন এলাকায় হামলা ও ভাংচুরের ঘটনার সাথে ক্যাডার হিসাবে মজাফ্ফরের জড়িতের অভিযোগ তাঁকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও আবুল কালাম
আজাদ এমপি হওয়ার পর শ্রীপুর এলাকায় তিনি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। সন্ত্রাসী সেই বাহিনীর মাধ্যমেই পুরো ইউনিয়ন নিয়ন্ত্রণে রাখেন তিনি।
জাফরান