ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

মুন্সীগঞ্জে সজল মোল্লার লাশ ৮৪ দিন পর কবর থেকে উত্তোলন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৮:৩০, ২৮ অক্টোবর ২০২৪

মুন্সীগঞ্জে সজল মোল্লার লাশ  ৮৪ দিন পর কবর থেকে উত্তোলন

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলেন নিহত রং মিস্ত্রী সজল মোল্লার মরদেহ দাফনের ৮৪ দিন পর সোমবার কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে  মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন গত আগস্ট শহরের সুপার মার্কেট চত্ত্বরের কাছে পুলিশ ছাত্র লীগের হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর ঘটনা উল্লেখ করে ২০ সেপ্টেম্বর নিহতের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ৪৫১ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত ন্যায় বিচারের স্বার্থে লাশের ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেয়। সজল মোল্লা শহরের উত্তর ইসলামপুরের আলী আকবর মোল্লার পুত্র। সজল হত্যা মামলার প্রধান আসামী মুন্সীগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ জানান, ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছিল। তাই তার প্রাণহানীর মামলার ন্যায় বিচারের স্বার্থে আদালত ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন।

×