আগামী বুধবার শশ্মান দিপাবলী। এই আয়োজনকে কেন্দ্র করে ঝালকাঠি পৌর মহা শশ্মানে স্বজন হারানো মানুষেরা শশ্মানে প্রয়াত স্বজনদের সমাধি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, পাকা বেদীগুলি পরিষ্কার করে ঝকঝকা করা হচ্ছে এবং মাটির বেদী ভাঙাচুরা অংশ সংস্কার ও নতুন মাটি দিয়ে লিপে পরিষ্কার পরিচ্ছন্ন করছে।
প্রতি বছর এই শশ্মান দিপাবলীতে বিকাল থেকে মধ্য সারারাত শত শত মানুষের সমাগমে মুখরিত থাকে। প্রয়াত স্বজনদের ছেলে মেয়ে ও নিকটজনরা ফুল, জল, আগরবাতী ও জীবিত থাকাকালীন সময়ে তার প্রিয় খাবার রেখে অর্ঘ নিবেদন করেন। শহরের প্রয়াত ব্যক্তির স্বজনদের পরিবারের শিশুসহ সকল বয়সের সদস্যরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করে। প্রধান গেট থেকে শশ্মান ঘাট পর্যন্ত আলোক সজ্জায় সজ্জিত করা হয় এবং মানুষের সমাগম সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।