সাধারণ মানুষের ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার এর যাত্রা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, এনডিসি মো. শিব্বির আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফয়েজ জালাল উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক হেলেনুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক অতিথিদের নিয়ে পরিক্ষাগারের বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝালকাঠি জেলা কর্যালয় এ কর্মসূচীর আয়োজন করে। মাসে চার দিন ঝালকাঠির বিভিন্ন বাজারে এসে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এর মাধ্যমে পরিক্ষা করা হবে। ভেজাল মুক্ত খাবার গ্রাহক পর্যায়ে পৌছে দেওয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্য।