ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১

নেত্রকোনায় সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক আওয়ামীলীগ নেতা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৬:৫৯, ২৮ অক্টোবর ২০২৪

নেত্রকোনায় সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক আওয়ামীলীগ নেতা

আটক আওয়ামীলীগ নেতা

অবৈধ গরুর হাটের সিন্ডিকেট পরিচালনা, সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ, হত্যা ও চাঁদাবাজিসহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল আমিন নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বাহিনীটির ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল সোমবার ভোরে ময়মনসিংহের মধ্যবাড়েরা এলাকা থেকে তাকে আটক করে। 

আল আমিন নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে এবং চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামের ছোট ভাই। 

নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

অভিযোগের বরাতে সেনা কর্মকর্তা জানান, আটক আল আমিন নৈহাটি গ্রামের অবৈধ গরুর হাটের সিন্ডিকেট পরিচালনা করতেন। তাছাড়াও তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, দখলদারি, সাধারণ মানুষকে নির্যাতন, মাদ্রাসা ও মসজিদের টাকা আত্মসাতসহ গুরুতর অপরাধের অভিযোগ এবং একাধিক মামলা রয়েছে। 

রাজনৈতিক প্রভাবের কারণে গত ১৫ বছর কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেতো না। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে সে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার একটি বাসা ভাড়া নিয়ে সেখানে স্ত্রী-সন্তান নিয়ে অবস্থান করছিল। 

সেনা কর্মকর্তা জানান, আল আমিনকে সোমবার বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরাত

×