মৃতদেহ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ১ নম্বর চণ্ডীপুর গ্রামের নাগের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন রিকশাচালক সকির আহমেদ (৫২) ও তার স্ত্রী শাহনাজ বেগম সানু (৩৫)। তারা একই ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
সূত্রে জানা যায়, উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সকির আহমেদ তার ঘরের সামনে ছোট একটি টিনের ঘর তৈরি করে সেখানে অটোরিকশা রেখে চার্জ দিতেন। যথারীতি রিকশা চার্জ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সকির আহমেদ। পরে স্ত্রী এসে স্বামীকে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়।
শিহাব উদ্দিন