ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২০:২৬, ২৭ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

রবিবার সকাল ১০ টার দিকে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে কলেজের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার চিলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। সে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো।

দামুড়হুদা থানা পুলিশ জানান, সকালে বন্ধু মোটরসাইকেলযোগে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলো। তারা কলেজের সামনে পৌঁচ্ছালে একটি পাখি ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়ে। সময় নাবিল কোম্পানির একটি ট্রাকটি মাছের ফিড নিয়ে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে যাচ্ছিল। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় রাকিব। গুরুতর আহত হয় সাথে থাকা অপর দুই বন্ধু। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, দূঘর্টনা স্থল থেকে কলেজছাত্র রাকিবকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

দূঘর্টনা কবলিত ট্রাকটি আটক করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে নেয়া হয়েছে বলে তিনি জানান।

 

 

×