চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু ও সাংগঠনিক সম্পাদক রাজিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সাহিত্য পরিষদ চত্বরে জড়ো হয় যুবদলের নেতা-কর্মিরা। পরে স্বেচ্ছায় রক্তদান করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।