ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

রাজশাহীতে অটোরিকশাকে ধাক্কা, ট্রেনের ইঞ্জিন বিকল 

প্রকাশিত: ১৯:০৯, ২৭ অক্টোবর ২০২৪

রাজশাহীতে অটোরিকশাকে ধাক্কা, ট্রেনের ইঞ্জিন বিকল 

রাজশাহীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পবা উপজেলার শিতলাই স্টেশন সংলগ্ন এলাকায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্টেশনের অদূরে মানুষ ও যানবাহন চলাচলের একটি রেলক্রসিং রয়েছে। দুর্ঘটনার সময় রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। ওই রেল ক্রসিংয়ের কাছে এলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক আসাবধানতাবশত গাড়ি নিয়ে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের লোকোমাস্টার (চালক) হর্ন দিতে থাকলে কোনোমতে গাড়িটি রেখে নেমে যান চালক। এতে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিটকে পড়ে। আর কিছুদূর গিয়ে ট্রেনটি থামিয়ে দেয় চালক।

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার মহিউদ্দিন আজাদ  জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যাওয়ার ফলে ট্রেনটি কিছুক্ষণ আটকে থাকে। এক ঘণ্টা পর আলাদা ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মাহাতাব

×